বিনোদন

মৃত্যুর আগে শেষ বার্তায় যা বলেছিলেন জুবিন

বিনোদন ডেস্ক

স্কুবা ডাইভিং বেশ পছন্দ করতেন জুবিন গার্গ।  ডাইভিং করতে প্রায়ই ছুটে যেতেন সিঙ্গাপুরে। সেই স্কুবা ডাইভিংই কাল হলো তার। ডাইভিং করতে গিয়েই মারা গেছেন তিনি।  সেখানেই ছিল তাঁর  গানের অনুষ্ঠান। 

মৃত্যুর তিনদিন আগেই সেই অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছিলেন জুবিন। এক ভিডিওতে দেখা যায় কালো টি-শার্ট ও প্যান্ট পরিহিত জুবিন। তার গলায় নজরকাড়া হার ও হাতে উল্কি আঁকা। তাঁর মৃত্যুর পর শেষ ভিডিওটি হৃদয় ছুঁয়ে যাচ্ছে অনুরাগীদের। 

সেই ভিডিওতে এই সংগীতশিল্পী সবাইকে ২০-২১ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে হিন্দি, বাংলা ও ইংরেজি গান পরিবেশন করার পরিকল্পনা ছিল তার। তুলে ধরতে চেয়েছিলেন উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি । 

কিন্তু সেই স্বপ্ন বাস্তব হলো না। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময়  দুর্ঘটনার শিকার হন তিনি।  সে দিনই পরপারে চলে যান জুবিন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের সঙ্গীত জগতে।  

ভারতের আসামের  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “জুবিন গার্গ যে শূন্যস্থান রেখে গেছেন, তা পূরণ করা খুব কঠিন।”

জুবিন নেই  কিন্তু তার গান ‘ইয়া আলি’, ‘দিল তু হি বতা’, ‘পিয়া রে পিয়া রে’, ‘মন মানে না’সহ আরও অনেক গান শ্রোতাদের মনে বেঁচে আছে।