লাইফস্টাইল

স্ত্রীর প্রশংসায় ভরে উঠুক আজকের দিন

লাইফস্টাইল ডেস্ক

“তুমি আছো বলেই ঘরটা ঘর হয়ে ওঠে,

তুমি আছো বলেই ক্লান্তি গলে যায়,

তুমি আছো বলেই প্রতিদিনের লড়াই সহজ মনে হয়।”

প্রিয় মানুষটির নিঃশব্দ অবদানকে সম্মান জানানো, কৃতজ্ঞতা প্রকাশ করা—এটাই ভালোবাসার আসল রূপ। একজন পুরুষের জীবনে সবচেয়ে কাছের, সবচেয়ে আপন মানুষটি হলো স্ত্রী। কিন্তু ব্যস্ততার ভিড়ে, প্রতিদিনের ঝঞ্ঝাটে কতবারই বা তাকে তার প্রাপ্য সম্মান জানাতে পারেন! যদিও প্রতিদিনই স্ত্রীর প্রশংসা করা উচিত, তবে পৃথিবীজুড়ে স্ত্রীদের প্রশংসার জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে- ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার দিবসটি পালিত হয়। প্রথমবার ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে এই দিনটি উদযাপন শুরু হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও। যদিও দিবসটির আনুষ্ঠানিক ইতিহাস বা আয়োজন নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে মূল উদ্দেশ্য স্পষ্ট—স্ত্রীকে তার অবদানের জন্য সম্মান জানানো, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

কেন দরকার এই দিনটি-

পরিবার, সন্তান, সংসার—সবকিছুই একসাথে সামলাতে গিয়ে একজন স্ত্রী প্রতিদিন যে পরিমাণ শ্রম ও ত্যাগ করেন, তার হিসেব হয়তো ক্যালেন্ডারের কোনো পাতায় লেখা থাকে না। অনেক স্বামী আছেন যারা প্রতিনিয়ত প্রশংসা করেন, কথায় ও কাজে সম্মান জানান। এতে সম্পর্ক দৃঢ় হয়, ভালোবাসা গভীর হয়। আবার অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও তা প্রকাশ করতে পারেন না। তাদের জন্যই এই দিন হতে পারে সুন্দর একটি উপলক্ষ।

কীভাবে উদযাপন করতে পারেন-

ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে উদযাপন কোনো জমকালো আয়োজনের দাবি রাখে না। সামান্য একটি ফুলের তোড়া, ভালোবাসার কয়েকটি বাক্য কিংবা একসাথে কিছু সময় কাটানোই যথেষ্ট।

প্রিয় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যেতে পারে।

স্ত্রী যেটা পছন্দ করেন, যেমন একটি বই, পোশাক বা ছোট্ট কোনো গয়না—সেটিও হতে পারে সেরা উপহার।

আবার অনেক সময় কথার চেয়েও কার্যকর হয় ছোট ছোট কাজ, যেমন ঘরের কাজে সাহায্য করা, বা তার প্রিয় কোনো গান গেয়ে শোনানো।

ভালোবাসার সহজ ভাষা

ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সম্পর্ককে আরও মজবুত করার একটি উপলক্ষ। এই দিনে বলা যায়—“তুমি আছো বলেই আমার পৃথিবীটা সুন্দর।”

কারণ ভালোবাসা আসলে জাঁকজমক নয়, বরং ছোট ছোট সম্মান আর প্রতিদিনের কৃতজ্ঞতা। আর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—স্ত্রী কেবল সঙ্গী নন, তিনি জীবনের অপরিহার্য অংশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্ত্রী