আন্তর্জাতিক

ইসরাইলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্পেন। এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ার্পো ।

মঙ্গলবার ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, স্পেন থেকে ইসরাইলে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য প্রযুক্তি পণ্য রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি ইসরাইল থেকেও কোন ধরনের অস্ত্র রপ্তানি করবে না স্পেন।

এটি সম্ভাব্য সামরিক কাজে ব্যবহারযোগ্য বিমান জ্বালানির ট্রানজিট সংক্রান্ত অনুরোধগুলিও অবরুদ্ধ করবে স্পেন। পাশাপাশি পশ্চিম তীরে ইসরালি বসতি থেকে উৎপন্ন পণ্যের আমদানি ও তাদের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্পেন #অস্ত্র নিষেধাজ্ঞা #ইসরাইল