বান্দরবানের রুমা উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং পর্বত আগামী বুধবার (১ অক্টোবর) থেকে ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় কমিটির ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ এবং বান্দরবান রিজিয়ন সেনানিবাসের চিঠির ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়।
তবে ভ্রমণকারীদের জন্য ছয়টি শর্ত আরোপ করা হয়েছে—
১. রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে কেবল সেসব স্থানে ভ্রমণের অনুমতি থাকবে।
২. জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
৩. পর্যটনকেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও তথ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যতামূলক।
৪. নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
৫. পাহাড়ি রাস্তায় অচল বা ফিটনেসবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৬. কোনো অযাচিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্যুর সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেওক্রাডং উন্মুক্ত হলেও রুমা উপজেলার অন্যান্য এলাকায় পর্যটকদের প্রবেশ এখনো সীমিত থাকবে।
এমএ//