জাতীয়

ঝড় ও হামলাকে উপেক্ষা করে শহিদুল আলমদের যাত্রা অব্যাহত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম জানিয়েছেন, ইসরাইলি হামলা ও প্রবল ঝড়ের মধ্যেও তাদের ফ্লোটিলা গাজার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “আমরা ভয়ে থামব না, গাজার দিকেই এগোবো।”

তিনি জানান, গতরাতে নৌযানটি ঝড়ের কবলে পড়লেও ক্যাপ্টেন গতি বাড়িয়ে বিপদ এড়াতে সক্ষম হয়েছেন। শহিদুল আলম বলেন, “আমরা বহরের অন্যান্য নৌকা থেকে অনেকটা পিছিয়ে আছি। সামনের দলগুলো ইতোমধ্যেই আক্রমণের শিকার হয়েছে। তবু আমরা পিছু হটছি না।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্তত ২৪টি নৌযান গাজার উদ্দেশ্যে যাত্রা করছিল। এর মধ্যে মিকেনো নামের একটি নৌকা গাজার আঞ্চলিক জলে প্রবেশ করে উপকূল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে পৌঁছেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্লোবাল সুমুদ ফ্লোটিলা #শহিদুল আলম #গাজা #ইসরাইল