যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা বর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শনিবার (০৪ অক্টোবর) ভোর থেকে টানা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। খবর আলজাজিরা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “ইসরাইলি সেনারা গাজা সিটি ও উপত্যকার বিভিন্ন এলাকায় ডজনখানেক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।” তিনি আরও জানান, রাতভর হামলায় অন্তত ২০টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল জানায়, তুফাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলার পর আহতদের হাসপাতালে আনা হলে চারজনকে মৃত ঘোষণা করা হয়।
এছাড়া খান ইউনুসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের এক শিবিরে তাঁবুর ওপর চালানো ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছেন।
এর আগে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকম্পনার কিছু শর্তে রাজি হয় হামাস। এর প্রেক্ষিতে গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
এমএ//