স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ হারালো আরও একজন, হাসপাতালে ৩৯৬

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি সপ্তাহে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। 

শনিবার (০৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৪ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ৩৫৮ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এখন সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরের এখন পর্যন্ত ৫ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু