মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এমন অভিযোগ করেছেন গাজা সিভিল ডিফেন্সের (জিসিডি) কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-মুগাইয়ির বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার অল্প সময় পরই গাজা নগরীতে তীব্র বিমান হামলার ধারাবাহিকতা দেখা যায়।
তিনি আরও জানান, এএফপি-র তথ্যমতে, যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো নিয়ে সমঝোতার ঘোষণা হওয়ার পরও উত্তর গাজার বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে।
গাজা সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা বলেন, এসব হামলা যুদ্ধবিরতির প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং ইসরাইলের আগ্রাসী মনোভাবেরই প্রমাণ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে হামাস ও ইসরাইল স্বাক্ষর করেছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, “আমি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরাইল এবং হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরাইলও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”
এমএ//