রাজধানী

রাজধানীতে ফের ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগে এবার ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দোকান মালিক। বুধবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বোরকা পরা দুইজন দুর্বৃত্ত দোকানের শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দোকানে থাকা বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

দোকানের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরির অলংকার, ১০০ ভরির বন্ধকি সোনা এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল। সবকিছুই নিয়ে গেছে চোর চক্র। 

তিনি বলেন, “প্রতিদিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরেছিলাম। সকালে মার্কেটের দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি দোকানে কিছুই নেই।”

এর আগে গেল রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনা ও পৌনে তিন লাখ টাকা চুরি হয়। সে ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানিয়েছে, মালিবাগের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে শনাক্তে অভিযান চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #স্বর্ণ #সোনা চুরি #স্বর্ণ চুরি