ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় হামলার চেষ্টা করে। পরে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ডিএম কলেজের সামনে অবস্থিত ‘মাদ্রাসাতুল সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুল’-এ এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির দুই শিক্ষক—যারা যমজ ভাই—তাদের বিরুদ্ধে তিনজন শিক্ষার্থীকে একাধিকবার নির্যাতনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। অভিযোগের পর ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ সময় শতাধিক লোক মাদ্রাসার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শৈলকুপা থানা পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় স্থানীয় সমাজসেবী ও অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএ//