আন্তর্জাতিক

সীমান্তে ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান সংঘর্ষের মধ্যে সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে তালেবান সরকার। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

আফগান গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনার প্রদেশের সীমান্তবর্তী এলাকা জুড়ে এই পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গোলাগুলির শব্দ এখনও থেমে থেমে শোনা যাচ্ছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। আফগান বাহিনীর ৯ সদস্য নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গেল শনিবার রাতে পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবান দাবি করেছে, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা সীমান্তে গুলি চালিয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, তালেবান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, যা প্রতিহত করতে তাদের সেনারা পাল্টা জবাব দেয়।

সংঘর্ষের কারণে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং আফগান সীমান্তের অন্তত ১৯টি চৌকি দখল নিয়েছে। এদিকে আফগান গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের ১১টি চৌকি ধ্বংস হয়েছে আফগান সেনারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #পাকিস্তান #যুদ্ধ #আফগান-পাকিস্তান যুদ্ধ