কক্সবাজার সমুদ্র সৈকতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদারভাবে শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপদ চলাচলের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত অবৈধ দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম জানান, যারা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই কক্সবাজার সবাইকে দেখানোর মতো পরিষ্কার ও নিরাপদ জায়গা হোক।
স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে সমর্থন জানালেও কিছু ব্যবসায়ী উদ্বিগ্ন। প্রশাসনের আশা, উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে সৈকত আরও পরিচ্ছন্ন এবং পর্যটকদের জন্য নিরাপদ হবে।
সৈকতে ছুটি কাটাতে আসা পর্যটকরা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।
আই/এ