দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন যাবত ক্যান্সারের সঙ্গে লড়াই করা পঙ্কজ ধীর বুধবার মারা যান। তার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহল এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’-ও শোক প্রকাশ করেছে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
পঙ্কজ ধীর অভিনয় জীবন শুরু করেছিলেন প্রায় ৫৫ বছর আগে। বিখ্যাত হয়েছিল তিনি বিআর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে। এছাড়া ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বহু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে। অভিনয় জীবনে তিনি দুটি ছবিও পরিচালনা করেছেন। ২০২৪ সালে ‘ধ্রুব তারা’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।
পঙ্কজ ধীরের স্ত্রী অনিতা ধীর কস্টিউম ডিজাইনার। তাদের ছেলে নিকিতিন ধীরও একজন অভিনেতা, যিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘যোধা আকবর’ এবং ‘সূর্যবংশী’তে অভিনয় করেছেন।
এমএ//