আজকের মধ্যে সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবিসমূহ মেনে প্রজ্ঞাপন না দিলে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। পাশাপাশি বৃহস্পতিবার দাখিল পরীক্ষা ও সব ক্লাস বন্ধ থাকবে।
বুধবার (১৫ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বিকেলে শাহবাগ মোড়ে এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা সরকারের উপর শান্তিপূর্ণভাবে চাপ সৃষ্টি করছি। হাতাহাতি বা সহিংসতা করবে না। আমাদের আন্দোলন আমাদের শ্রম, ঘাম এবং আবেগের সঙ্গে জড়িত। প্রশাসনের সহযোগিতায় আমরা এই আন্দোলন সফল করতে চাই।”
এর আগে বুধবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধের মাধ্যমে তারা বিক্ষোভ করেন। এসময় শাহবাগ মোড়ের চারপাশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষকরা জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না এবং পাঠদান কার্যক্রমে অংশ নেবেন না। একই সঙ্গে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম স্থবির রয়েছে।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
এমএ//