মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন ২৭ ঘণ্টা ধরে লেগে থাকার পর শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, দ্বিতীয় দফায় বুধবার সকাল ১১টা ৪০ মিনিট থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর ২টা ৪০ মিনিটে দমকল বাহিনী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে একটি পোশাক কারখানা এবং নিচতলায় কেমিক্যাল গোডাউন ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকালে দমকল কর্মীদের পোড়া লাশ বের করতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ধাপে ধাপে ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। ভবনটি অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাজউকের পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, ভবনের মূল ফটক তালা দেওয়া ছিল, তাই ভিতরের অবস্থা জানার জন্য বিশেষ অপারেশন করতে হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আর কেউ ভেতরে নেই।
এমএ//