জাতীয়

উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সই হবে: প্রধান উপদেষ্টা

আসছে শুক্রবার (১৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এসব জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী শুক্রবার আমরা সেই আশাকে জাতির সামনে নিয়ে আসবো, যেগুলোতে আপনারা মতপ্রকাশ করলেন। সেগুলো জাতির সামনে ছড়িয়ে দিতে হবে। সেজন্যই অনুষ্ঠানটা করা। এগুলো যেন জাতি মনে রাখে। জাতির মধ্যে সঞ্চারিত করে দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা করা। আগামী শুক্রবার উৎসবমুখরভাবে আমরা সেখানে যাবো এবং জুলাই দলিলে সই করবো।”

প্রধান উপদেষ্টা আরও বলেন “আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। অনেক ভেবেচিন্তে মতামত দিয়ে আপনারা সনদটিকে চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনারা ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন—যদিও প্রক্রিয়ার মধ্যে থাকায় সেটা হয়তো এখন পুরোপুরি অনুধাবন করতে পারছেন না।”

তিনি বলে, সনদের কপি দ্রুতই সব দলের হাতে পৌঁছে দেওয়া হবে। “এটি হারিয়ে যাবে না,” উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমরা চাই জনগণ জানুক কেন এবং কীভাবে এই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। বিষয়গুলো যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে—সেজন্য প্রচার, প্রকাশনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার। ঐকমত্য সনদেরই অংশ এটি। আমরা এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। নির্বাচন যেন যুৎসই হয়, সেই বিষয়ে সবাইকে এক থাকতে হবে।”

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #জুলাই সনদ