বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। আনুমানিক রাত ১১টায় তিনি হাসপাতাল পৌঁছাবেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য কিছু প্রয়োজনীয় নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এমএ//