ইউক্রেনকে ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এই বার্তা স্পষ্ট হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না—এই কারণেই আমি বিস্তারিত কিছু বলতে চাই না।’
বৈঠকের পর ট্রাম্প কিয়েভ ও মস্কোকে ‘যেখানে আছে সেখানেই থেমে যাওয়ার’ আহ্বান জানান এবং যুদ্ধ অবসানের তাগিদ দেন।
এর আগে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমা মিত্রদের মাধ্যমে ইউক্রেনকে ‘টমাহক’ সরবরাহের সম্ভাবনা বিবেচনায় আছে।
জেলেনস্কি বিশ্বাস করেন, এই অস্ত্র রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে সক্ষম, যা পুতিনের যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করতে পারে।
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি আশা করি তাদের এই ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না। আমরা টমাহক ছাড়াই যুদ্ধের অবসান ঘটাতে পারব বলে বিশ্বাস করি। আমরা এখন যুদ্ধবিরতির খুব কাছাকাছি।’
মার্কিন প্রেসিডেন্ট ‘টমাহক’কে ‘একটি বড় ও সংবেদনশীল অস্ত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য প্রয়োজন। তিনি আরও সতর্ক করে বলেন, ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহের অর্থ হতে পারে সংঘাতের আরও তীব্রতা। তবে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, টমাহক হলো যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি ভূমি এবং সাগর উভয় জায়গা থেকেই ছোড়া যায়। সাধারণত যুদ্ধজাহাজ থেকে এটি ছোড়া হয়। টমাহক সর্বোচ্চ ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, এমনকি ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও টমাহক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারে না।

যে কোনো দেশ বা ভূখণ্ডের গভীরে হামলার জন্য টমাহক আদর্শ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি ২০ ফুট লম্বা। টমাহকেও বিমানের মতো দু’টি পাখা থেকে। ১ হাজার ৫১০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি নন-নিউক্লিয়ার, অর্থাৎ পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয়।
এমএ//