মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা ভঙ্গ করলে হামাসকে “ধ্বংস” করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, যদি হামাস চুক্তির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখে, তবে তার অনুরোধে মধ্যপ্রাচ্যের অনেক মিত্র দেশ ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ।
এর একদিন আগেই সোমবার (২০ অক্টোবর) ট্রাম্প বলেছিলেন, হামাস চুক্তি না মানলে তাদের ধ্বংস হবে দ্রুত, ক্রোধপূর্ণ এবং নিষ্ঠুরভাবে।

এদিকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ইসরায়েল সফর করছেন।
এই সময় হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে আরও দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহ ফেরত দেবে।
মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তির অধীনে হামাস ২৮টি মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে এখন পর্যন্ত ১৩টি ফেরত দিয়েছে। বিশ্লেষকদের মতে, গাজার সাম্প্রতিক সহিংসতা এই ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও বিপদে ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা
এসি