আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এটি আরও ঘনীভূত হয়ে দ্রুতই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকেও এটি প্রায় একই দূরত্বে রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, নিম্নচাপটি আরও জোরদার হয়ে রবিবার (২৬ অক্টোবর) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখনই এর আনুষ্ঠানিক নাম হবে ‘মন্থা’। নামটি থাইল্যান্ডের দেওয়া। এর অর্থ ‘সুগন্ধি ফুল’।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, শনিবার মধ্যরাতের দিকে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং পরদিন দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এটি বাংলাদেশের উপকূলে বড় ধরনের প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১০.৮° উত্তর অক্ষাংশ ও ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ভারতীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রবিবার (২৬ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে পরিণত হবে, সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) নাগাদ তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে (কাকিনাড়া, মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী এলাকা) আঘাত হানতে পারে।

সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে বাতাসের বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত বাংলাদেশে এ ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না, তবে উপকূলীয় এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ধেয়ে #আসছে #ঘূর্ণিঝড় #মন্থা