গাজায় ইসরাইল যা করছে তা আত্মরক্ষার জন্য করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানে সফর শেষ করে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন,‘গাজায় স্নাইপারের গুলির আঘাতে এক ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন। এর জবাবে ইসরাইলি পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের অবশ্যই হামলা চালানো উচিত।’
এদিকে ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় মাদক পাচারের জাহাজগুলো মানবতার জন্যও হুমকি। তাদের থামাতেই হবে।’
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এসব মন্তব্য মার্কিন পররাষ্ট্রনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং লাতিন আমেরিকার কূটনীতিক বিষয়ে বেশী বিতর্ক হবে।
এসএইচ//