আন্তর্জাতিক

আরও ক্ষমতাধর হতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনীর ফলে সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির আরও ক্ষমতাধর অবস্থানে যাচ্ছেন। এই সংশোধনী বিলে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে নতুন একটি পদের প্রস্তাব করেছে। যা সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে কাজ করবে। এই পদে দায়িত্ব পাবেন বর্তমান সেনাপ্রধান আসিম মুনির।

শনিবার (০৮ নভেম্বর) পাকিস্তানের সংসদে উত্থাপিত এই বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। যার মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত নিয়ন্ত্রণ একক কমান্ডের অধীনে আসবে। সংশোধন অনুযায়ী, বিদ্যমান চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদটি ২০২৫ সালের নভেম্বর থেকে বাতিল হবে।

সরকার বলছে, আধুনিক যুদ্ধের বাস্তবতা ও সামরিক সমন্বয়ের চাহিদা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই প্রক্রিয়াকে তাড়াহুড়া বলে সমালোচনা করেছে।

উল্লেখ্য, এই সংশোধনের ফলে জেনারেল আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে প্রথম সেনাপ্রধান হিসেবে পুরো প্রতিরক্ষা কাঠামোর সর্বময় নেতৃত্বে চলে আসছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #সেনাবাহিনী #জেনারেল আসিম মুনির #চিফ অব ডিফেন্স ফোর্সেস