জাতীয়

বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার দাবি মিথ্যা : পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তবে ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন

উপদেষ্টা বলেন,  যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না

জাতিসংঘে শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে তিনি জানান, জাতিসংঘ কিছু জানায়নি।

চীন থেকে সমরাস্ত্র কিনলে মার্কিন স্যাংশনের ঝুঁকির বিষয়ে তিনি আরও বলেন, ‘‘আমরা কোনও দিকে ঝুঁকে পড়ছি না। আমরা সবার সঙ্গে ভারসাম্য রেখে সম্পর্ক রেখেছি এবং রাখবো। আমি মনে করি না যে আমাদের কোনও রকম স্যাংশন আসবে।’’ 

এর আগে গতকাল রাতে দিল্লীতে হামলার পর গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ,  ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র উপদেষ্টা