রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬-৪০ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে গেন্ডারিয়া থানাধীন কাঠেরপুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাজধানীর ৩ স্পটে বাসে আগুন নেয় দুর্বৃত্তরা।
আই/এ