দেশজুড়ে

সাভারে বাসে আগুন, লাফিয়ে প্রাণে বাঁচলেন চালক

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সরকার মার্কেট এলাকার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আলিফ পরিবহনের ওই বাসে ঘুমিয়ে ছিলেন চালক মো. সাত্তার। তিনি আগুন লাগার পর জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন বলে জানান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির আসন ও ইঞ্জিন পুড়ে যায়।

চালক সাত্তার গণমাধ্যমকে জানান, তিনি বাসের ভিতর ঘুমাচ্ছিলেন। হঠাৎ গায়ে তাপ লাগলে ঘুম ভেঙে দেখেন চারপাশে আগুন জ্বলছে। তখনই জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে দেখেন চারজন হেলমেট পরা লোক দুইটা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড এগোতে চাইলে তারা পিস্তল তাক করে ভয় দেখিয়ে পালিয়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, ভোররাতে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে পেট্রল ঢেলে বাসে আগুন দেয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।

আশুলিয়া থানা পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #আশুলিয়া #বাইপাইল #সাভারে #বাসে আগুন #দুর্বৃত্ত