দেশজুড়ে

আবারও দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া দুইটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি

বুধবার (১২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  তাঁর ঘাটের দুটি  ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এসময় সেন্টমার্টিনের দক্ষিণে ১৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির। একটি ট্রলারের মালিক শনাক্ত করা গেলেও আরেকটি মালিক কে তা খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক দাবি করেছে, আজ সকালে মিয়ানমারের সীমানায় অবৈধভাবে মাছ  ধরার সময় ১৩ জেলেকে এটক করা হয়েছে। এদের মধ্যে একটি ট্রলার ইঞ্জিন বিকল অবস্থায় মিয়ানমারের জলসীমায় নোঙ্গর করা ছিল। আটক জেলেদের থেকে মাছ জাল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত আটক ১৮৮ জেলেকে মুক্তি দিয়েছে আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ট্রলার মালিকদের কাছ থেকে জেনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #জেলে