গাজায় যুদ্ধবিরতির মধ্যেও প্রায় প্রতিদিনই আক্রমণ করছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় তিনজন মারা গেছেন।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে ৩৫ অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।
সবশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৬৯ হাজারেরও বেশী মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৯৪ জন। যুদ্ধবিরতির পর হামলায় নিহত হয়েছেন ২৪৫ ফিলিস্তিনি। দুই বছরে ইসরায়েলী আগ্রাসনে অঙ্গচ্ছেদ হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের। তাদের বড় অংশই নারী ও শিশু।
এসএইচ//