অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ হয়েছে। বুধবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি অন্তর্বর্তী বাজেট বিলে স্বাক্ষর করেন। যার মাধ্যমে ফেডারেল দপ্তরগুলোর কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
বিলে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমরা কখনো চাঁদাবাজির কাছে নত হবো না।’ তিনি ডেমোক্র্যাটদের দায়ী করে আসন্ন নির্বাচনে জনগণকে তা স্মরণ রাখার আহ্বান জানান।
এই বিলের আওতায় আগামী শরৎ পর্যন্ত সামরিক নির্মাণ, কৃষি, ভেটেরান্স অ্যাফেয়ার্স(সাবেক সেনা সদস্যদের সহায়তা নীতি) ও কংগ্রেসের কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। বাকি দপ্তরগুলো তহবিল পাবে জানুয়ারির শেষ পর্যন্ত।
উল্লেখ্য, বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ায় গেল ৩০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর বেতন বন্ধ ছিল। অনেকেই ছিলেন বাধ্যতামূলক ছুটিতে। ফলে বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে কার্যক্রম ব্যাহত হয়।
এসএইচ//