আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন মিশনে জার্মান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ পুলিশ মোতায়েন করেছে জার্মানি জার্মান সরকার জানিয়েছে, তাদের পাঠানো পুলিশ সদস্যরা নিরস্ত্র, অর্থাৎ তারা অস্ত্র ছাড়াই কাজ করবেন। স্থানীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করা এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করবে এই দলটি।

জানা গেছে, এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে জেরুজালেমে পৌঁছেছে। সেখানে তারা অফিস ফর সিকিউরিটি (ওএসসি)-এর অধীনে কাজ করছে।  

তাদের মূল দায়িত্ব হচ্ছে- ফিলিস্তিনের স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও কাঠামোগত সহায়তা দেওয়া।

জার্মান সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এই উদ্যোগ নতুন নয়। জার্মানি গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এই নতুন মিশন সেই পুরনো প্রচেষ্টারই ধারাবাহিকতা

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিনি #বিশেষ পুলিশ #জার্মানি