আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমার আহবান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন!

এজন্য তিনি সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি লিখেছেন। ট্রাম্প চিঠিতে লিখেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আর একদমই অযৌক্তিক।

তিনি বলেন, আমি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করি, কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা মানে রাজনৈতিক প্রতিশোধ ছাড়া কিছুই নয়।  

গত পাঁচ বছর ধরে নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি আর বিশ্বাসভঙ্গ এরকম তিনটি বড় অভিযোগে অভিযুক্ত। তিনি প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে সিগার আর শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছিলেন। বিনিময়ে নানা সুবিধা দিয়েছিলেন তাদের। আরেক মামলায় অভিযোগ, তিনি এক সংবাদপত্রকে ইতিবাচক খবর দেওয়ার শর্তে তাদের প্রচারসংখ্যা বাড়াতে সহায়তা করেছিলেন। তৃতীয় মামলায় বলা হয়, এক টেলিকম কোম্পানির মালিককে সাহায্য করতে তিনি নিয়ন্ত্রক সিদ্ধান্তে প্রভাব ফেলেছিলেন।

কিন্তু নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #ইসরায়েলে #প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু