দেশজুড়ে

বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা, স্ত্রী আহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একজন হামলাকারীকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম ইমন, বাড়ি গাইবান্ধায়। ভবনে প্রবেশের সময় তিনি নিজেকে বিচারকের ভাই পরিচয় দিয়ে দারোয়ানের কাছে নাম লেখান এবং পাঁচতলার ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর ফ্ল্যাটের গৃহকর্মী নিচে নেমে খবর দেন, বিচারকের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে পথেই মারা যায় তাওসিফ। অন্যদিকে, তাসমিন নাহার ও হামলাকারী যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের শরীরে অস্ত্রোপচার চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস।

তিনি আরও জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে সে একজন চালক।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, হামলাকারীর বিরুদ্ধে সিলেটের সুরমা থানায় তাসমিন নাহার পূর্বে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। তবে হামলার পেছনে সঠিক কারণ এখনো জানা যায়নি।

বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি পরিবারসহ রাজশাহীর ডাবতলা এলাকায় ভাড়া থাকতেন। নবম শ্রেণিতে পড়ুয়া তাওসিফই ছিল তার একমাত্র ছেলে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #মহানগর দায়রা জজ #স্কুলছাত্র নিহত