আন্তর্জাতিক

ইরাকের নির্বাচন: প্রধানমন্ত্রী সুদানির নেতৃত্বাধীন জোটই শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোটই এগিয়ে আছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, তাদের প্রাপ্ত ভোট প্রায় তেরো লাখ সতেরো হাজার।

এর আগেই রয়টার্সের প্রতিবেদন ইঙ্গিত দিয়েছিল-প্রাথমিক গণনায়ও সুদানির জোটই শীর্ষে। যার ফলে সুদানি এখন দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ ভালোই এগিয়ে।

তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক তরুণই মনে করেন, পরিবর্তনের স্বপ্ন এখানে বারবার রাজনীতির কাদা মাটিতে আটকে যায়।

উল্লেখ্য, ইরাকের সংসদে মোট ৩২৯টি আসন। কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারে নাতাই জোটই হলো মূল অস্ত্র। আর এই জোট গঠনের লড়াই সাধারণত সহজ হয় না। কখনও কখনও সরকার গঠনে লেগে যায় মাসের পর মাস। এবারের ভোটেও অংশগ্রহণ ছিল মাঝারি পর্যায়ের।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পড়েছে প্রায় ৫৬ দশমিক ১১ শতাংশ

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরাকে #প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি #পার্লামেন্ট নির্বাচনে