বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে আইনি ব্যবস্থা নিবেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবেন।
এ ব্যপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প ‘সহিংসতার আহ্বান’ জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চেয়েছিলো।
এসএইচ//