সম্প্রতি মানিকগঞ্জে পুলিশের উপস্থিতিতে তৌহিদী জনতার ব্যানারে বাউলশিল্পীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে ‘লালন পরিষদ ইউএসএ'।
স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে আয়োজিত এ সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সমাবেশের বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে হামলা চলছে,তা দেশের মানবিক,সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর সুস্পষ্ট আঘাত।
তারা বলেন, বাউলধারা বাংলার হাজার বছরের সংস্কৃতি ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে—যা মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
বক্তারা আরও দাবি করেন, পুলিশের উপস্থিতিতে বাউল শিল্পীদের ওপর হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনাগুলোর স্বাধীন তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
লালন পরিষদ ইউএসএ-এর নেতারা বলেন, মানবতা, ভালোবাসা ও বৈচিত্র্যের সুর ছড়িয়ে দেওয়া বাউলরা কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের টার্গেট হতে পারে না। তারা বাংলাদেশ সরকারকে বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা আবুল সরকারের মুক্তি চাই, বাউলদের ওপর হামলা বন্ধ করো,ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাউলশিল্পীরাও অংশ নেন এবং লালনের গান পরিবেশন করেন।
আই/এ