জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নুর ইসলাম (৩৫) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের জানানো মতে, দীর্ঘদিন ধরে ওই নারীকে ঘিরে কয়েকজন বখাটের সন্দেহজনক আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। ঘটনার সময় ওই যুবককে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখায় স্থানীয় যুবকরা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা এক বখাটেকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।
মেলান্দহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক নুর ইসলামকে থানায় নিয়ে আসে। তিনি পাশ্ববর্তী ডিগ্রি চর এলাকার আজমত আলীর ছেলে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে।
এলাকাবাসী মানসিক প্রতিবন্ধী নারীকে নিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে যুবককে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসি//