শিক্ষা

৩০ নভেম্বর থেকে আবারও আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে  দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আবারও ৩০ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা এদিকে আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকদের একটি অংশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সহকারী শিক্ষক ঐক্য পরিষদব্যানারে কর্মবিরতির ঘোষণা দেন জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার।

তিনি বলেন,  আগামী ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবেএর মধ্যে যদি মন্ত্রণালয় দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাহলে পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিতে যাবেন

এদিকে  প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদআগামী ৩০ নভেম্বর থেকে কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেপ্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ব্যানারে রয়েছে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ১১টি সংগঠন।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ  বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আন্দোলন কর্মসূচিতে যাবেনআগামী ২৯ নভেম্বর পর্যন্ত সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একসঙ্গে সব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে পালন করবেন তারা

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাথমিক শিক্ষক