ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে 'কালি' দিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার (২৪ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার চিনাইর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের প্রতিকৃত বসানো হয়।
একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দু'দিন আগে হয়ে যাওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে চিনাইরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।
ওসি মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএ//