দেশজুড়ে

চাঁদা না পেয়ে কারখানায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রিন বায়োটেকনোলজি নামের একটি কারখানায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুর্বৃত্তএ ঘটনায় ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে একদল দুষ্কৃতকারী গ্রিন বায়োটেকনোলজি কারখানার সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ ও দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এরপর কারখানায় প্রধান ফটকে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

এসময়ে ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়রা টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ওই তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে আজ ভোরে পরিকল্পিতভাবে চিহ্নিত সস্ত্রাসীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। আগেও এই দলটি চাঁদার দাবিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করেছেন।

ওসি শফিকুল ইসলাস বলেন,  আটকের সময় দুষ্কৃতকারীরা পুলিশের কাজেও বাধা দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামালপুর