ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এদিন বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। টিন, কাঠ, বাঁশ ও লোহার তৈরি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘরগুলো দ্রুত দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার পরপরই বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বস্তির অধিকাংশ বাসিন্দা পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার বা দিনমজুর হওয়ায় আগুন লাগার সময় তাদের অনেকেই বাড়িতে ছিলেন না। সন্ধ্যার পর দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে চাপকল বা নিকটস্থ জলাধার থেকে পানি এনে নিজেদের মতো আগুন নেভানোর চেষ্টা করে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বস্তির বড় একটি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখন পর্যন্ত জানা না গেলেও বাসিন্দাদের দাবি শতাধিক ঘর পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক বস্তিবাসী।
এমএ//