ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর বাড়তে থাকা নিপীড়নের নতুন উদাহারণ দেখা গেছে মহারাষ্ট্রের কল্যাণ এলাকায়। সেখানে তিন মুসলিম ছাত্রকে জোর করে ছত্রপতি শিবাজীর মূর্তির সামনে মাথা নোয়াতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের সদস্যরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) কাশ্মীর মিডিয়া সার্ভিস ও যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নির্জন একটি শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীদের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই এ ঘটনা ঘটে। ভিডিও সামনে আসার পর ভিএইচপি–বজরং দলের বেশ কয়েকজন স্থানীয় আইডিয়াল কলেজে ঢুকে পড়ে। তারা তিন মুসলিম ছাত্রকে ক্ষমা চাইতে বাধ্য করে এবং মূর্তির সামনে প্রণাম করায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নীরব দাঁড়িয়ে থাকলেও কোনো হস্তক্ষেপ করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ঘিরে ধরে চরমপন্থি হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে এবং ভয়-ভীতি দেখিয়ে তাদের মাথা নোয়াতে বাধ্য করে।
স্থানীয় মুসলিমদের অভিযোগ, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এমন হয়রানির ঘটনা দ্রুত বাড়ছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কোনো তদন্ত ছাড়াই সংখ্যালঘুদের ওপর হামলে পড়ছে। আর পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।
অভিভাবকরা কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রশাসন জনতার চাপে নতি স্বীকার করেছে এবং উল্টো ভুক্তভোগী শিক্ষার্থীদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তারা ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এসএইচ//