আন্তর্জাতিক

পাকিস্তানের উপর আন্তর্জাতিক আইন অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বিমানবাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের উপর আন্তর্জাতিক আইন অবমাননার অভিযোগ এনেছেন আফগানিস্তানের পশতুন সুরক্ষা আন্দোলন (পিটিএম)-এর নেতা মনজুর পাশতিন।

মনজুর পাশতিন বলেছেন, ‘খোস্তের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে নিরীহ নারী-শিশুর মৃত্যু অমানবিক। এটি আন্তর্জাতিক আইন অবমাননার স্পষ্ট দৃষ্টান্ত।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান ৫০ বছরেরও বেশি সময় যাবত আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করছে। পশ্চিমা শক্তির প্রভাবে পাকিস্তান সীমান্তে বিশৃঙ্খলা করছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত করে অঞ্চলটিতে স্থায়ী প্রভাব বজায় রাখতেই এমন করছে।’

তার অভিযোগ, পশতুন অঞ্চলে এই পরিকল্পিত সংঘাতের কারণে পাঞ্জাবি জেনারেলরা কিছু পশতুন রাজনীতিবিদ, স্থানীয় নেতা ও সাংবাদিকদের ঘুষ দিয়ে বিভেদ, অবিশ্বাস ও অনৈক্য সৃষ্টি করছে। যাতে পশতুনরা একত্র হয়ে এই সাজানো সংকটের বিরুদ্ধে দাঁড়াতে না পারে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তানে #পাকিস্তানি বিমানবাহিনী #পিটিএম #মনজুর পাশতিন