জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন এই ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এবি পার্টির যুগ্ম মহাসচিব আনোয়ার শাহাদাৎ টুটুল এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম নতুন জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
হাসনাত কাইয়ুম জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চার দল মিলে যৌথভাবে রাজনৈতিক মঞ্চ তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণও হবে জোটগতভাবে।
জানা যায়, রাষ্ট্র সংস্কার আন্দোলন আগে গণতন্ত্র মঞ্চের ছয় দলীয় জোটের অংশ ছিল। তবে কয়েক মাস ধরে জোটটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, ফলে দুই পক্ষের দূরত্ব বাড়ে। একই সঙ্গে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়েও মতভেদ তৈরি হয়।
গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, ছয় দলের মধ্যে পাঁচটি দলকে বিএনপি আসন ছাড়ার নীতিগত আশ্বাস দেয়, কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সেই ইতিবাচকতা দেখা যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে দলটির শীর্ষ নেতারা মঞ্চ থেকে সরে দাঁড়ান।
হাসনাত কাইয়ুমও বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আর গণতন্ত্র মঞ্চের অংশ নন এবং নতুন জোটের মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রম চালাবেন।
জোটের সম্ভাব্য নাম হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এতে অন্তর্ভুক্ত দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এমএ//