দেশজুড়ে

বাসচাপায় নানি-নাতনির মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে দ্রুতগতির বাসচাপায় নানি ও নাতনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজার শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের শিশু মার্জিয়া এবং ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড় হাজী বাড়ির বাসিন্দা তার নানি নাজমা বেগম।

দুর্ঘটনার পর স্থানীয়রা নানি–নাতনিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছিল। নাজমা বেগমকেও গুরুতর অবস্থায় কুমিল্লায় পাঠানো হয়, তবে সকালে তিনি মারা যান।

নিহত মার্জিয়ার নানা মনির হোসেন বলেন, বাজার করে ফেরার পথে শেরাটন হোটেলের সামনে সড়ক পার হওয়ার সময় চাঁদপুরগামী দ্রুতগতির একটি বাস তাঁদের চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে চালক আব্দুল হান্নানকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ঘাতক বাস ও নিহত দুজনের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাসচাপায় #নানিনাতনির #মর্মান্তিক #মৃত্যু