দেশজুড়ে

তাবলিগ জামাতের জোড়া ইজতেমায় ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ইজতেমা ময়দানে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। জুমার নামাজের পর ময়দানেই তাদের জানাজা সম্পন্ন হয়।

নিহতরা হলেন—নোয়াখালীর সদর উপজেলার আন্ডার চরকাজীর তালুক গ্রামের মো. নুর আলম (৮০) এবং জামালপুরের সরিষাবাড়ির বগাড়পাড় গ্রামের চাঁন মিয়া (৬০)।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা শুরুর আগের রাতে ময়দানে পৌঁছানোর পর ঘুমের মধ্যে নুর আলম মারা যান। আর জুমার নামাজের সময় স্ট্রোক করে চাঁন মিয়া।  এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #ইজতেমা