খেলাধুলা

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের চতুর্থ জয়

ছবি: সংগৃহীত

টানা চতুর্থ ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করল বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাছাইয়ের ‘এ’ গ্রুপে আজ বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের তরুণরা।

আজ (২৮ নভেম্বর) সন্ধ্যার ম্যাচে চীন শ্রীলঙ্কাকে হারালে দুই দলের পয়েন্টই হবে ১২। সে ক্ষেত্রে আগামী রোববারের বাংলাদেশ-চীন দ্বৈরথ হয়ে উঠবে ‘বাঁচা-মরার লড়াই’ গ্রুপে শীর্ষে থাকা দলই নিশ্চিত করবে আগামী মে মাসে সৌদি আরবে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও বাহরাইনের রক্ষণ ভাঙতে সময় নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে চাপ ধরে রেখে ৫৯ মিনিটে বায়েজিদ বোস্তামি গোল করে দলকে এগিয়ে দেন। ৭২ মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান বাড়ান ২-০ তে। ৮৫ মিনিটে জুহাইর ইবরাহিমের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে বাহরাইন। তবে যোগ করা সময়ে রক্ষণের দৃঢ়তায় লিড ধরে রাখে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে পূর্ব তিমুরকে ৫-০, ব্রুনেইকে ৮-০ এবং শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত ধারায় ছিল লাল-সবুজ দল। আগামী বছর ১৬ দল নিয়ে হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। এরই মধ্যে ৯ দল জায়গা পাকা করেছে, বাকি সাতটি উঠবে বাছাই থেকে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুইবার আর অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার এশিয়ান কাপে খেললেও বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব ছাড়াতে পারেনি। তবে এবার কি লিখা হবে নতুন ইতিহাস?

 

এসএইচ//