আন্তর্জাতিক

বার্ড ফ্লু

কোভিডের চেয়েও ভয়াবহ মহামারির আশঙ্কা, বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পশুপাখি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু (এইচ৫ ধরন) যদি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হতে শুরু করে, তবে তা কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীতে রূপ নিতে পারে। এমন সতর্কতা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা  রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মানুষের শরীরে সাধারণ ফ্লু (এইচ১ ও এইচ৩) ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। তাই ভাইরাসটি রূপ বদলালে সব বয়সী মানুষই ঝুঁকিতে পড়তে পারেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একজনের দেহে প্রথমবার এইচ৫এন৫ সংক্রমণ শনাক্ত ও মৃত্যু ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে প্রায় ৪৮ শতাংশই মৃত্যু বরণ করেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের আশঙ্কা থাকলেও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় অনেক উন্নত, ফলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশ্ব এখন বেশি প্রস্তুত।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বার্ড ফ্লু #কোভিডে #ভয়ঙ্কর মহামারী