আন্তর্জাতিক

দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড পুতিনকে হস্তান্তরের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও অন্য দখলকৃত অঞ্চলের ওপর মস্কোর আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাব পুতিনের কাছে পৌঁছে দিতে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে মস্কোতে পাঠিয়েছেন।

ইউরোপীয় মিত্রদের উদ্বেগ উপেক্ষা করে এই পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনও জানিয়েছেন,  ‘ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে।’

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #ইউক্রেনে যুদ্ধ #রাশিয়া