বিএনপি

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া সব ধর্মীয় প্রার্থনালয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দোয়া ও প্রার্থনার অনুরোধের প্রেক্ষিতে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

 তিনি বলেন,  'কাতার থেকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তিনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই তাকে নেওয়া সম্ভব।'

ফখরুল বলেন,  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তারা বিশ্বাস করেন যে তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে তার অসুস্থতা সেখান থেকেই শুরু হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবে তার অবস্থার অবনতি হয়েছিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া