আন্তর্জাতিক

ব্রিটেনের যেসব বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত করল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো ভিসা নীতির কড়াকড়ির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি সীমিত বা স্থগিত করা শুরু করেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সাম্প্রতিক সময়ে ছাত্র ভিসা নিয়ে কঠোর নজরদারি বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে রাখাকে বাধ্যতামূলক করেছে। 

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিয়েছে। কারণ, এ দুই দেশের আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান হার ৫ শতাংশ সীমার অনেক বেশি। যেখানে বাংলাদেশে এই হার ছিল ২২ শতাংশ এবং পাকিস্তানে ১৮ শতাংশ।

ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে গেলে বিশ্ববিদ্যালয়গুলো স্পন্সরশিপ অধিকার হারানোর ঝুঁকিতে পড়ে। যা তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ ও আর্থিক স্থিতির জন্য বড় ঝুঁকি। এজন্য চেস্টার, উলভারহ্যাম্পটন, ইস্ট লন্ডন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি ও লন্ডন মেট্রোপলিটনসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভর্তি স্থগিত বা সীমিত করেছে। 

বিশ্ববিদ্যালয়গুলো বলছে, এটি বৈষম্য নয়; বরং স্বরাষ্ট্র দপ্তরের কঠোর নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতা। তবে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থী নির্ভর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো এবং দেশটির রাজস্ব আয়—দুইয়ের ওপরই বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রিটিশ বিশ্ববিদ্যালয় #বাংলাদেশ ও পাকিস্তানে #ভিসা নীতি