রাজধানী

দুই ঘণ্টা পর ডেইজিকে ঢুকানো হলো খাঁচায়

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহী ডেইজিকে খাঁচায় ঢোকানো হয়েছে। সিংহী বের হওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে সিংহীটি বের হয়েছে তা জানতে তদন্ত কমিটিও গঠন করা হবে

শুক্রবার (৫ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টার দিকে সিংহীটিকে খাঁচায় নেওয়া হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, সিংহীটি কিভাবে বের হয়েছিলো সেটি তদন্ত না করে বলাটা কঠিন। তারা কীভাবে ও রেসকিউ করবেন সেটা নিয়ে ব্যস্ত ছিলেন সিংহী যেখানে ছিল সেখানে  কেউ ঢুকতে পারছিল না

পরিচালক বলেন, এ ঘটনায় আনুমানিক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আরও আগেই সিংহটিকে খাঁচায় ঢোকান যেতকিন্তু সবার নিরাপত্তার কথা চিন্তা করে তাড়াহুড়া করা হয়নি।

চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান  বলেন, ‘সিংহটি খাঁচার ভেতরে আছে এখন। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। কীভাবে বের হয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। যদি তালা খুলে যায়... ভুলবশত তালা খুলতে পারে। অনেক সময় তো প্রাণীরা তালা নিয়ে খেলা করে, কামড় দেয়, তখন ভেঙে যেতে পারে। আবার এমনও হতে পারে আমাদের পরিচর্যাকারী হয়তো তালা লাগাতেই ভুলে গিয়েছে। আজ এটা আসলে জানা যাবে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চিড়িয়াখানা